পুল‌ওয়ামায় জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের উদ্দেশ্যে হেমতাবাদে মোমবাতি মিছিল

পুল‌ওয়ামায় জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের উদ্দেশ্যে হেমতাবাদে মোমবাতি মিছিল

পুল‌ওয়ামায় জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের উদ্দেশ্যে হেমতাবাদে মোমবাতি মিছিল।

The Candlelight Procession in Hemtabad for Martyred Jawans of Pulwama Militant Attack.

নিজস্ব সংবাদদাতা - হেমতাবাদ: পুল‌ওয়ামায় জঙ্গি হামলায় শহীদ ৪২ জন জওয়ানদের উদ্দেশ্যে হেমতাবাদে মোমবাতি মিছিল

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে প্রদেশ যুব কংগ্রেস ওয়ার্কার্স (AICW) ও হেমতাবাদ ব্লক যুব কংগ্রেসের উদ্যেগে (১৪.০২.২০১৯)পুল‌ওয়ামা, কাশ্মীর জঙ্গি হামলায় শহীদ ৪২ জন জওয়ানদের উদ্দেশ্যে আজ শনিবার (23/02/19) হেমতাবাদ ব্লক কংগ্রেস কার্যলয় থেকে পাবলিক বাসটেন্ড পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে এলাকার যুব কংগ্রেসের সদস্য সহ বহু সাধারন মানুষও মিছিলে সামিল হতে দেখা যায়।

উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন উওর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী মিহির দাস গুপ্ত মহাশয়, প্রদেশ যুব কংগ্রেস ওয়ার্কার্স সহ সভাপতি মাননীয় শ্রী মোঃ মামুন রেজা মহাশয়, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস ওয়ার্কার্স সভাপতি মাননীয় শ্রী মোবারক হোসেন মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেস ওয়ার্কার্স সভাপতি মাননীয় নুরুল হাসান মহাশয়, হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী মোকবুল হুসেন মহাশয় ও অনেক জাতীয় কংগ্রেসের সদস্য, সমর্থক সহ এলাকার প্রমুখ ব্যক্তিত্ব।

0 Response to "পুল‌ওয়ামায় জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের উদ্দেশ্যে হেমতাবাদে মোমবাতি মিছিল"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article