রায়গঞ্জ কেন্দ্র চাই - বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Sunday, February 24, 2019

রায়গঞ্জ কেন্দ্র চাই - বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু


নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রে সিপিএম তাদের জেতা সিটকে ধরে রাখার জন্য গতকাল সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে বামফ্রন্ট চেয়ারম্যান মাননীয় শ্রী বিমান বসু বৈঠকে সাংবাদিকদের জানান বিগত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ কেন্দ্রে তাদের প্রার্থী যথাক্রমে মোহাম্মদ সেলিম ও বদরুদ্দোজা খান জয়লাভ করেছিল তাই আসন সমঝোতার শর্ত অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনে ওই দুটি আসনে সিপিএম প্রার্থীরায় প্রতিদ্বন্দ্বিতা করবে এ নিয়ে আমাদের কোন সন্দেহ নেই।
জানা যায়, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মহাশয়ও একই কথা বলেন।
কিন্তু গত শুক্রবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় বলেন, প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল ও বিজিপি কে রুখতে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের সম্ভাবনা থাকলেও এই দুই আসনে তাদের দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেছেন প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তকে আমাদের সর্বান্তঃকরণে মেনে চলতে হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জ কেন্দ্রে দীপা দাশমুন্সি দলীয় প্রার্থী হবেন এবং মুর্শিদাবাদের কে প্রার্থী হবেন তা পরে জানানো হবে।
তিনি আরো বলেন, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে কংগ্রেস বেশি শক্তিশালী। তৃণমূল ও বিজিপি কে যদি সত্যি রুখতে হয়, তাহলে যেখানে যে শক্তিশালী সেই নিরিখে বিচার করে সিপিএমকে সিট সমঝোতায় আসা উচিত। তাই ওই দুই আসনে সিপিএম সমঝোতায় না এলে বামেদের সঙ্গে রাজ্যের কোনও আসন সমঝোতা করবে না জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিকে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান মাননীয় শ্রী বিমান বসু রায়গঞ্জ মুর্শিদাবাদ কেন্দ্র সহ রাজ্যের ২২টি লোকসভা কেন্দ্রে সিপিএম দলীয় প্রার্থী এবং বাকি অংশে কংগ্রেস ও শরিক দলকে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন, ফলে এই দুই কেন্দ্রে বাম ও কংগ্রেস এর সমঝোতার সম্ভাবনা আপাতত বিশবাঁও জলে।

No comments:

Post a Comment