কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে নাটমন্দিরের মাঠে নির্বাচনী কর্মীসভা - দীপা দাশমুন্সি
Parti-Workers Election Meeting in Mohendraganj Natmandir of Kaliaganj - Deepa Dasmunsi
দিনাজপুর বার্তা - কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে নাটমন্দিরের মাঠে কালিয়াগঞ্জ শহর কংগ্রেস, ব্লক ও জাতীয় যুব কংগ্রেসের পরিচালনায় প্রচুর লোকজন সমাগমে আজ জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি, কালিয়াগঞ্জের বিধায়ক শ্রী প্রমথ নাথ রায়, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ ও কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি শ্রী সুজিত দত্ত, জেলা কংগ্রেস নেতা শ্রী তুলসী জয়সোয়াল ও অন্যান্য কংগ্রেস নেতৃবর্গ ও সাধারণ কর্মীগন। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মাঠে জাতীয় কংগ্রেস প্রার্থী শ্রীমতী দীপা দাশমুন্সি একটি নির্বাচনী কর্মীসভা করলেন।
এলাকার বহু জনসাধারণ সমাগমে আজ জাতীয় কংগ্রেসের নির্বাচনী কর্মীসভা ভরপুর মাঠের চারদিকে কানায় কানায় লোকে লোকারণ্য, রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ার উপক্রম। এক কথায় এই প্রিয় দাশমুন্সির খাস তালুকে অন্য কারো বা কোন দলের যে স্থান নেই তা আজকের এই কর্মীসভায় প্রমাণ হয়ে গেল।
জাতীয় কংগ্রেস সভাপতি শ্রী রাহুল গান্ধী গরিব মানুষের জন্য যে জনমোহিনী নির্বাচনী ইস্তাহার তুলে ধরেছেন, তাকে সাথে করে আজকের এই দুপুরবেলায় প্রচন্ড রোদ্দুরের মধ্যে দীপা দাশমুন্সি সহ জাতীয় কংগ্রেস নেতৃত্বগন, এলাকার কর্মী ও সমর্থকগণ উপস্থিতিতে দীপা দাশমুন্সি বলেন বিগত পাঁচ বছরে বিজেপি সরকার কিছু করেননি শুধু সাধারণ মানুষকে হয়রানি করেছেন, শুধু সাধারণ মানুষ কেন যারা সাধারণ ব্যবসায়ী তাদের উপর জিএসটি চাপিয়ে দিয়েছেন। তিনি আরোও বলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু বড় বড় ভাষণ মেরে গেছেন, কাজের কাজ কিছু করেন নি। জাতীয় কংগ্রেসের এই জনমোহিনী ইস্তাহারে তারা আজ স্তম্বিত এবং শংকিত। তাদের ভয় ধরে গেছে তারা আর দিল্লিতে আসতে পারবে না। মাননীয় শ্রীমতী দীপা দাশমুন্সি সাধারণ কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের এগিয়ে আসতে হবে, এবার আমাদের জয় নিশ্চিত।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ মহাশয় বলেন, এটা আমাদের প্রিয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির খাসতালুক, এই মাটি কংগ্রেসের মাটি। আমাদের প্রয়াত প্রিয় নেতার প্রতি আমাদের জেলার মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা এখনো বিদ্যমান। তাই বিগত দিনে উত্তর দিনাজপুর জেলার পৌর এবং পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারগণ যেভাবে কংগ্রেসকে ভোট দিয়ে আশীর্বাদ করেছেন কিন্তু সেই সব প্রতিনিধি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, দলবদলে করে এখানকার পৌরসভা, ইসলামপুর, ডালখোলা ও রায়গঞ্জের পৌরসভা রাজ্যের শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের একজোট হয়ে সেই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে কংগ্রেস প্রার্থীকে জয় লাভ করে দেখিয়ে দিতে হবে।
তিনি আরোও বলেন গত পাঁচ বছরে সিপিএমের সাংসদ এলাকার মানুষের পাশে দেখা যায়নি এবং সাংসদ তহবিলের টাকাও তিনি ঠিকমতো খরচ করতে পারেননি তাই জনগণের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার আশা নিয়ে এবং কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের প্রিয় নেত্রী দীপা দাশমুন্সি রায়গঞ্জ লোকসভা আসনে পুনরায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আশা করছেন, পুনরায় এলাকার মানুষের রায় নিয়ে এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।
কর্মীসভা শেষ হয়ে যাওয়ার পরে এলাকার মানুষজন, কংগ্রেস কর্মী ও সমর্থকগণ কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে নিয়ে রোড শো করেন।
Parti-Workers Election Meeting in Mohendraganj Natmandir of Kaliaganj - Deepa Dasmunsi
দিনাজপুর বার্তা - কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে নাটমন্দিরের মাঠে কালিয়াগঞ্জ শহর কংগ্রেস, ব্লক ও জাতীয় যুব কংগ্রেসের পরিচালনায় প্রচুর লোকজন সমাগমে আজ জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি, কালিয়াগঞ্জের বিধায়ক শ্রী প্রমথ নাথ রায়, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ ও কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি শ্রী সুজিত দত্ত, জেলা কংগ্রেস নেতা শ্রী তুলসী জয়সোয়াল ও অন্যান্য কংগ্রেস নেতৃবর্গ ও সাধারণ কর্মীগন। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মাঠে জাতীয় কংগ্রেস প্রার্থী শ্রীমতী দীপা দাশমুন্সি একটি নির্বাচনী কর্মীসভা করলেন।
এলাকার বহু জনসাধারণ সমাগমে আজ জাতীয় কংগ্রেসের নির্বাচনী কর্মীসভা ভরপুর মাঠের চারদিকে কানায় কানায় লোকে লোকারণ্য, রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ার উপক্রম। এক কথায় এই প্রিয় দাশমুন্সির খাস তালুকে অন্য কারো বা কোন দলের যে স্থান নেই তা আজকের এই কর্মীসভায় প্রমাণ হয়ে গেল।
জাতীয় কংগ্রেস সভাপতি শ্রী রাহুল গান্ধী গরিব মানুষের জন্য যে জনমোহিনী নির্বাচনী ইস্তাহার তুলে ধরেছেন, তাকে সাথে করে আজকের এই দুপুরবেলায় প্রচন্ড রোদ্দুরের মধ্যে দীপা দাশমুন্সি সহ জাতীয় কংগ্রেস নেতৃত্বগন, এলাকার কর্মী ও সমর্থকগণ উপস্থিতিতে দীপা দাশমুন্সি বলেন বিগত পাঁচ বছরে বিজেপি সরকার কিছু করেননি শুধু সাধারণ মানুষকে হয়রানি করেছেন, শুধু সাধারণ মানুষ কেন যারা সাধারণ ব্যবসায়ী তাদের উপর জিএসটি চাপিয়ে দিয়েছেন। তিনি আরোও বলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু বড় বড় ভাষণ মেরে গেছেন, কাজের কাজ কিছু করেন নি। জাতীয় কংগ্রেসের এই জনমোহিনী ইস্তাহারে তারা আজ স্তম্বিত এবং শংকিত। তাদের ভয় ধরে গেছে তারা আর দিল্লিতে আসতে পারবে না। মাননীয় শ্রীমতী দীপা দাশমুন্সি সাধারণ কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের এগিয়ে আসতে হবে, এবার আমাদের জয় নিশ্চিত।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ মহাশয় বলেন, এটা আমাদের প্রিয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির খাসতালুক, এই মাটি কংগ্রেসের মাটি। আমাদের প্রয়াত প্রিয় নেতার প্রতি আমাদের জেলার মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা এখনো বিদ্যমান। তাই বিগত দিনে উত্তর দিনাজপুর জেলার পৌর এবং পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারগণ যেভাবে কংগ্রেসকে ভোট দিয়ে আশীর্বাদ করেছেন কিন্তু সেই সব প্রতিনিধি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, দলবদলে করে এখানকার পৌরসভা, ইসলামপুর, ডালখোলা ও রায়গঞ্জের পৌরসভা রাজ্যের শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের একজোট হয়ে সেই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে কংগ্রেস প্রার্থীকে জয় লাভ করে দেখিয়ে দিতে হবে।
তিনি আরোও বলেন গত পাঁচ বছরে সিপিএমের সাংসদ এলাকার মানুষের পাশে দেখা যায়নি এবং সাংসদ তহবিলের টাকাও তিনি ঠিকমতো খরচ করতে পারেননি তাই জনগণের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার আশা নিয়ে এবং কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের প্রিয় নেত্রী দীপা দাশমুন্সি রায়গঞ্জ লোকসভা আসনে পুনরায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আশা করছেন, পুনরায় এলাকার মানুষের রায় নিয়ে এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।
কর্মীসভা শেষ হয়ে যাওয়ার পরে এলাকার মানুষজন, কংগ্রেস কর্মী ও সমর্থকগণ কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে নিয়ে রোড শো করেন।
No comments:
Post a Comment