নাগপুরে বিজয়া দশমীর সমাবেশে কৈলাস সত্যার্থীকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের
নাগপুর: নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মাননীয় শ্রী কৈলাস সত্যার্থী মহাশয় কে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজয়া দশমীর সমাবেশের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করতে চায়।
আগামী ১৯ শে অক্টোবর বিজয়া দশমীর দিন আরএসএস এর সদর দপ্তর নাগপুরে প্রতিষ্ঠা দিবস পালন করবে। উক্ত বিজয়া দশমী সমাবেশের অনুষ্ঠানের দিন মাননীয় শ্রী কৈলাশ সত্যার্থী মহাশয়কে প্রধান অতিথি হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আরএসএস।
জানা যায়, ওই দিনের সমাবেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান শ্রী মোহন ভাগবত মহাশয়ের বক্তৃতা দেওয়ার কথা। ক্যাডারদের পাশাপাশি ও ভারতীয় জনতা পার্টির মন্ত্রীরাও থাকবেন বলে জানা গেছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন। তাই তারা প্রতি বছর এই দিনটিকে সংঘের পক্ষে বিশেষ দিন হিসাবে গ্রহণ করে এক বিশেষ সম্মিলনী সভার আয়োজন করে।
এতদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই অনুষ্ঠানে শুধুমাত্র ধর্মীয় নেতাদের আমন্ত্রণের মধ্যেই সিমাবদ্ধ ছিল। বিগত বছরের অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন শ্রী নির্মল দাস মহাশয়।
তবে জানা যায় আরএসএস এখন সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের নিয়মমাফিক কিছুটা প্রথা ভেঙে ধর্মীয় লোকদের শুধু আমন্ত্রণ না করে সাধারন লোকদের আমন্ত্রণ করার জন্য উদ্যোগী হয়েছেন। এই হিসাবে দেখা যায় কিছুদিন আগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নাগপুরে তাদের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিতর্কে সৃষ্টি হয়েছিল এবং নানা মহলে আলোচনা হতে দেখা যায়। কংগ্রেসের মধ্যেও এই নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়। আবার এবারও তারা আরেকটি চমক দেওয়ার লক্ষ্যে নোবেল জয়ী শ্রী কৈলাশ থেকে বিজয়া দশমী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়ে চমক সৃষ্টি করতে চাইছে।
তবে শ্রী কৈলাস সত্যার্থী মহাশয় বিদেশে থাকায় তার পক্ষ থাকে কোন মন্তব্য পাওয়া যায়নি। কৈলাস সত্যার্থী পাকিস্তানি কর্মী মালালা ইউসুফজাইয়ের সাথে ২০১৪ সালে "শিশুদের ও তরুণদের দমনের বিরুদ্ধে এবং শিক্ষার জন্য সকল শিশুদের অধিকারের প্রতি তাদের সংগ্রামের জন্য" ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারের ভূষিত হন।
0 Response to "নাগপুরে বিজয়া দশমীর সমাবেশে কৈলাস সত্যার্থীকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের"
Post a Comment